কোচবিহার হাসপাতালে অসুস্থ অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলো দুই ছাত্র

0
67

মনিরুল হক, কোচবিহারঃ

অসুস্থতা নিয়ে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিচ্ছে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদের মধ্যে একজন কোচবিহার মাথাভাঙ্গা মহকুমার ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

HS students | newsfront.co
চিকিৎসাধীন। নিজস্ব চিত্র

অন্যজন কোচবিহার ২নং ব্লকের আমবাড়ি ধনীরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বুধবার ছিল কলা বিভাগের ইতিহাস পরীক্ষা। আমবাড়ি ধনীরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপক রায় শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়। তার পরীক্ষা কেন্দ্র ছিল বানেশ্বর খাপসা হাই স্কুল।

আরও পড়ুনঃ করোনা ঠেকাতে গোমূত্র পান করে অসুস্থ যুবক, ভর্তি হাসপাতালে

গত শনিবার ছিল ইংরেজি পরীক্ষা। ওই দিন ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভদ্বীপ তালুকদার যার পরীক্ষা কেন্দ্র ছিল আটপুকুরি হাই স্কুলে। সেদিন পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনায় সে আহত হলে তাকে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ওই ছাত্রও হাসপাতালে পরীক্ষা দেয়।

এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা পরিচালন কমিটির জেলা আহ্বায়ক মানস ভট্টাচার্য বলেন, ওই দুই অসুস্থ ছাত্রের পরীক্ষার ব্যবস্থা হাসপাতালে করা হয়েছে। তারা সঠিক ভাবে পরীক্ষা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here