নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পুলিশ সূত্রে অনুমান জাতীয় সড়কে সাইকেল নিয়ে রাস্তার এক দিক থেকে অপর দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় বেলদা গঙ্গাধার অ্যাক্যাডেমি এর একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র প্রকাশ মঙ্গল(১৭) -এর। বাড়ি বেলদা থানার কেশিয়াড়ি মোড় সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, পিছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা মেরে নিজেও পাশের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয় ট্রাকের চালক ও খালাসি।

তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ দিনহাটায় বাজ পড়ে মৃত স্বামী,আহত স্ত্রী
পরিবার সূত্র মনে করা হচ্ছে সন্ধ্যা থেকে কোন জায়গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল।ফেরার পথে দূর্ঘটনায় একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584