অনুর্ধ ১৭ বালিকা ফুটবলে বাংলার দলে দক্ষিন দিনাজপুরের দুই পড়ুয়া

0
54

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

অনুর্ধ ১৭ বিদ্যালয় স্তরে জাতীয় মহিলা ফুটবলে বাংলা দলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের প্রত্যন্ত গ্রামের সরলা ভুপেন্দ্র নাথ সরকার উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী তমালিকা সরকার ও শাশ্বতী সরকার সুযোগ পাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক খুশির আনন্দ বইছে।

Tamalika Saswati | newsfront.co
তমালিকা- শাশ্বতী। নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার ভুপেন্দ্র নাথ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ সত্যজিৎ সরকার জানান সোমবার ১৪ ই অক্টোবর সন্ধ্যায় রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসে রওনা দিয়ে আমার বিদ্যালয়ের দুই মেয়ে মঙ্গলবার ১৫ই অক্টোবর উত্তর চব্বিশ পরগনার অশোক নগরে রাজ্য দলে যোগ দেয়। সেখানে দুইদিন অনুশীলনের পর বাংলাদলের সাথে রাজস্থানের আজমিরের উদ্দেশ্যে রওনা হবে।প্রধান শিক্ষক ডঃ সত্যজিৎ সরকার বলেন তমালিকা সরকার একাদশ শ্রেণীতে এবং শ্বাশতী সরকার দ্বাদশ শ্রেণীতে সরলা ভুপেন্দ্র নাথ সরকার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।তিনি বলেন দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কোচ হিসেবে দুই ছাত্রীর সাথে গেলেন সানাপাড়া এফ সি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা সেঁজুতি বোস।

জানা যায় তমালিকা ও শাশ্বতীর বাবা পরের জমিতে হাল গৃহস্তির কাজ করলেও তমালিকা ও শাশ্বতীকে অভাব কোন ভাবেই তাদের খেলার মনোবলকে দুর্বল করতে পারেনি।

প্রধান শিক্ষক ডঃ সত্যজিৎ সরকার বলেন তমালিকা ও শাশ্বতী এরা দুজনেই স্ট্রাইকার হিসাবে খেলে আসছে অত্যন্ত সুনামের সাথেই।

দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক বিভাস সাহা বলেন দক্ষিণ দিনাজপুর জেলার সরলা ভুপেন্দ্র নাথ সরকার উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী তমালিকা ও শাশ্বতী বাংলার বালিকা দলের হয়ে জাতীয় খেলায় সুযোগ পাওয়াই তিনি অভিভূত। তিনি বলেন, শুধু ব্যক্তিগত ভাবেই নয় দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের সরলা ভুপেন্দ্র নাথ সরকার উচ্চ বিদ্যালয়ের মহিলা ফুটবল দল সুব্রত কাপ ফুটবলেও চ্যাম্পিয়ান হয়েছে।যা অকল্পনীয়।

আরও পড়ুনঃ লক্ষ্মী পুজো উপলক্ষে রক্তদান শিবির

দুই সোনার মেয়েকে তিনি অভিনন্দন জানান।অভিনন্দন জানান দক্ষিণ দিনাজপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা সি এ বি র কাউন্সিল সদস্য গৌতম গোস্বামী। তিনি বলেন, তমালিকা ও শাশ্বতী দক্ষিণ দিনাজপুর জেলার সোনার মেয়ে।ওদের জন্য সমগ্র দক্ষিণ দিনাজপুর গর্বিত। তিনি তাদের দুজনকেই বাংলা দলের হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসার আশীর্বাদ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here