আবারও স্বস্তির খবর কোচবিহারে, দুই ব্যক্তির শরীরে মিলল না সংক্রমক

0
32

মনিরুল হক, কোচবিহারঃ

এবার কোচবিহার থেকে পাঠানো করোনা সন্দেহে চিকিৎসাধীন দুই ব্যক্তির শরীরে মিলল না করোনার সংক্রমণ। মঙ্গলবার ওই দুই ব্যক্তির করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে। এদিন কোচবিহারের জেলা শাসক পবন কার্ডিয়ান এ খবর জানিয়েছেন।

corona update | newsfront.co
প্রতীকী চিত্র

সম্প্রতি করোনা সংক্রমণে উত্তরবঙ্গে প্রথম মৃত মহিলার সহযাত্রী এক ছাত্র ও দিল্লির নিজামুদ্দিন থেকে ফেরৎ এক ব্যক্তি সহ প্রথম ধাপে ৩ জনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। এবার ফের আরও দুই ব্যক্তির লালারসের পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণ না হওয়ার খবরে স্বস্তি জেলা প্রশাসন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

আরও পড়ুনঃ এইচ আই ভি আক্রান্তদের পাশে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা

শুধু তাই নয়, এখনও পর্যন্ত হোম কোয়ারেন্টাইন ও ইন্সটিটুয়াল কোয়ারেন্টাইনে থাকা কোন ব্যক্তির মধ্যে করোনা সংক্রামক হওয়ার কোন লক্ষন দেখা দেয় নি বলেও জানা গিয়েছে। ফলে নতুন করে আর কারোর লালারস টেস্টের জন্য পাঠাতে হয়নি জেলা প্রশাসনকে।

লকডাউনের শুরু হওয়ার আগে ও পরে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বা চিকিৎসার জন্য যাওয়া বহু বাসিন্দা ফিরে আসেন। তাঁদের কাউকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কাউকে আবার আইসোলেশনে রাখাও হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন লক্ষন দেখা না দিলে তাঁদের ছেড়ে দেওয়াও হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here