মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উপত্যকায় অশান্তি অব্যাহত। বেশ কয়েকদিন ধরেই সেখানে চলছে গুলির লড়াই। গত কয়েক দিন ধরেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় কয়েকজন জেহাদি লুকিয়েছিল বলে খবর। আর সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় ভারতীয় সেনা। সংঘর্ষে নিকেশ হয় দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। তাদের মধ্যে একজন লস্করের শীর্ষ কমান্ডার। নাম আদিল ওয়ানি। এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও। জখম হয়েছেন আরও দুই ভারতীয় সেনা জওয়ান। গত দু’সপ্তাহে ১৫ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের পুলিশ আইজিপি বিজয় কুমার।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হন এক কাঠমিস্ত্রি। জানা যায়, উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা ছিলেন ওই কাঠমিস্ত্রি। কর্মসূত্রে তিনি থাকতেন কাশ্মীরে।
আরও পড়ুনঃ জামিনের আবেদন খারিজ আরিয়ানের, জামিন পেলেন না আরবাজ-মুনমুনও
আজ, বুধবার যে জঙ্গিদের নিকেশ করা হয়েছে, তাদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। নাম আদিল ওয়ানি। লস্করের শীর্ষ কমান্ডার ছিল আদিল। উত্তরপ্রদেশের কাঠের মিস্ত্রিকে হত্যায় যুক্ত ছিল এই লস্কর জঙ্গি। অবশেষে আজ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে দুই লস্কর জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584