মোহনা বিশ্বাস,বিনোদন ডেস্কঃ
সম্প্রতি শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল দুটি নাটক। উপস্থাপনায় ‘স্বপ্নচর’ নাট্যদল। অনুভূতিপ্রবণ মানুষের একলা উজানে ভাসার কাহিনি নিয়ে নাটক ‘গোগল যখন একা’ ও প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ‘টুনটুনি ও রাজার কথা’ গল্প অবলম্বনে নাটক ‘টুনটুনিলো’ মঞ্চস্থ হল এদিন।
‘গোগল যখন একা’ নাটকটিতে অভিনয় করেছে শিশুশিল্পীরা। বর্তমান সময়ে প্রকৃতির থেকে মানুষের এক বিরাট দূরত্ব তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ বেঙ্গল রেপার্টরি আয়োজিত নাট্যধারার নাট্যযাপন
এর কারণ হল, সভ্যতার সঙ্গে নিজেদের মানানসই করতে প্রকৃতির সঙ্গে বেমানান হয়ে পড়ছে মানুষ।ফলে ভবিষ্যতে প্রকৃতির সঙ্গে মানুষের সুসম্পর্ক কতটা বজায় থাকবে? এই প্রশ্নই দর্শকের দিকে ছুঁড়ে দেয় ‘গোগল যখন একা’ নাটকটি।
স্বপ্নচরের প্রযোজনায় এবং মহম্মদ সেলিমের নির্দেশনায় ‘গোগল যখন একা’ নাটকে অভিনয় করেছেন অনিন্দিতা বৈদ্য, স্নেহা হালদার, রোহিত গাইন, অভিজিৎ দাস, সৌরভ বিশ্বাস সহ আরও অনেকে।
অন্যদিকে, ‘টুনটুনিলো’ নাটকের মধ্যে দিয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প ‘টুনটুনি ও রাজার কথা’ গল্পের এক অন্যরকম সার মন্থন করেছেন নাট্যকার মহম্মদ সেলিম।
প্রাত্যহিক পরিচিত পৃথিবীর লজিকের বাইরে বেরিয়ে আসার এক নতুন পথ অন্বেষণ করে এই নাটকটি। স্বপ্নচর প্রযোজিত নাটক ‘টুনটুনিলো’তে অভিনয় করেছেন সুদীপ্তা দাস, অভিজিৎ দাস ও মহঃ সেলিম।
এদিন গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হওয়া স্বপ্নচরের এই নাটক দুটি যে দর্শকের মন জয় করে নিয়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584