দুহাজার এসবিআই ক্রেডিট কার্ড হোল্ডার প্রতারিত

0
99

ওয়েবডস্কঃ

সাম্প্রতিক দিল্লী পুলিশ ২২ জন টেলিকলার সহ ৩০ জনকে গ্ৰেফতার করেছে। তার মধ্যে আবার বেশিরভাগই মহিলা। অভিযোগ, তারা দুহাজার এসবিআই ক্রেডিট কার্ড হোল্ডারকে প্রতারণা করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ছবি কাল্পনিক(সৌজন্যে-The Hans India)

তাদের মধ্যে তিনজন অভিযুক্ত আবার ভূয়ো এসবিআই কল সেন্টার খুলে কাস্টমারদের ক্রেডিট কার্ড ও এককালীন পিন নম্বর (ওটিপি) হাতিয়ে নিয়ে তাদের সর্বশান্ত করত বলে ইনসর্টস সূত্রে জানা গেছে। তারা jayyshree.com নামে এক ওয়েবসাইট খুলে এই প্রতারণা চালাত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here