নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

শুরুতেই ধাক্কা! নব নির্মিত জেলা কমিটির প্রথম বৈঠকেই বহিষ্কৃত দলের দুই নেতা। দল বিরোধী কার্যকলাপের জন্য তাদের শোকজ করে বহিষ্কার করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পরে দল ওই দুই নেতা সম্পর্কে ফের সিদ্ধান্ত নেবে কি করা যায়। সোমবার আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র ভবনে জেলার নব নির্মিত জেলা তৃণমূল কংগ্রেসের বৈঠক বসে।
আরও পড়ুনঃ বুধবার বিকেল চারটে নাগাদ প্রথম করোনা ভ্যাকসিন নেবেন ফিরহাদ হাকিম

এই বৈঠকে আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর তথা প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা উপস্থিত ছিলেন না। এই বৈঠকে জেলা কমিটির সহ সভাপতি নিরঞ্জন দাসকে অপমান অপদস্ত করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। এই অভিযোগে এদিন বৈঠক ছেড়ে বেড়িয়ে যান নিরঞ্জন দাস। বেড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকে আমাকে অপমান অপদস্ত করা হয়েছে। আমি বলেছিলাম আশিস, মোহনের মতো নেতারা কেন বৈঠকে এলেন না তা নিয়ে আমাদের আত্ম অনুসন্ধান করা উচিত। আমার কথাকে পাত্তা দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ ‘গুন্ডা’ বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিলীপ ঘোষের

আরও পড়ুনঃ ২১-র নির্বাচনে কী রাজনীতিতে রজনীকান্ত? তুঙ্গে জল্পনা
আমাকে বলা হয়েছে আমি বুথের কথা, পঞ্চায়েতের কথা, রাজ্যের কথা বলতে পারবো না। এটা কেমন কথা। বুথ অঞ্চল বাদ দিয়ে জেলা কিভাবে হয়। আমি প্রতিবাদ করে বৈঠক ছেড়ে বেড়িয়ে গেছি।” এদিকে বৈঠক শেষে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বমি জানিয়েছেন, দলের দুই নেতা নিরঞ্জন দাস ও ফালাকাটার সঞ্জয় দাসকে বহিষ্কার করা হয়েছে।
দল বিরোধী কাজ ও দলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বিবৃতি দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। এদিন মৃদুল গোস্বামি বলেন, “দুই নেতাকে শোকজ করে সাসপেন্ড করা হয়েছে। শোকজের জবাব না পাওয়া পর্যন্ত তারা দলীয় কোন কর্মসূচি ও কাজে অংশগ্রহণ করতে পারবেন না। শোকজের জবাব পাওয়ার পর দল ফের তাদের নিয়ে সিদ্ধান্ত নেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584