মনিরুল হক, কোচবিহারঃ
গোষ্ঠীসংঘর্ষে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। চিকিৎসা করাতে এসে চিকিৎসকদের সঙ্গে তৃণমূলকর্মীর গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল দিনহাটা মহকুমা হাসপাতালে।একদল তৃণমূলকর্মীর সঙ্গে চিকিৎসকদের রীতিমতো ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার জেরে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে।গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মীর নাম আজাদুল হক (১৮) ও আবুল কালাম আজাদ। ঘটনার বিবরণে জানা গেছে,এদিন দিনহাটার গীতালদহে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আজাদুল হক ও আবুল কালাম আজাদ নামে দুই তৃণমূলকর্মী গুলি বিদ্ধ হয়।তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের চিকিৎসার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলে একদল তৃণমূল কর্মী । এনিয়ে চিকিৎসকদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়।শুরু হয় ধস্তাধস্তি।পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।পুলিশ বেশ কয়েক জনকে আটক করে। গিতালদহ গোষ্ঠীসংঘর্ষ সম্পর্কে বলতে গিয়ে দিনহাটা ১নং ব্লক তৃণমূল সভাপতি নুরআলম হোসেন বলেন, যুব তৃণমূল কংগ্রেস নেতা নিশীথ প্রামাণিকের প্ররোচনায় একদল যুব তৃণমূল কর্মী তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। এতে দুই তৃণমূল কর্মী গুলি বিদ্ধ হয়েছে।অপর দিকে নিশীথ প্রামাণিক ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন,সীমান্ত লাগোয়া গিতালদহ এখন দুষ্কৃতীদের আখড়া।দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে এধরনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584