ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্তের আর্জি জানিয়ে এফবিআইকে চিঠি

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেটকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার নির্দেশ দেওয়ার ফোনকলের অডিও প্রকাশ্যে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন দুই মার্কিন আইনপ্রণেতা।

Donald Trump | newsfront.co
ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র

কংগ্রেসের দুজন ডেমোক্র্যাট সদস্য টেড লিউ ও ক্যাথলিন রাইস ৪ জানুয়ারি এফবিআই পরিচালককে চিঠি দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরুর আর্জি জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। প্রেসিডেন্ট ফেডারেল অপরাধ থেকে নিজেকে ক্ষমা করার ব্যবস্থা নিতে পারেন, কিন্তু কোনো অঙ্গরাজ্য আইনে তাঁর অপরাধের দায় থেকে নিজেকে মুক্ত করার সুযোগ প্রেসিডেন্টের নেই।

নিউইয়র্কের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল প্রিট ভারারা বলেন, ফেডারেল ও জর্জিয়ার নির্বাচনী আইনে স্পষ্ট করে বলা আছে, জ্ঞানত ভোট জালিয়াতি-কারচুপিতে ইন্ধন দেওয়া বা উৎসাহিত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুনঃ ভোটের ফল পাল্টে দিতে চাপ! ট্রাম্পের ফোন কলের অডিও রেকর্ড ফাঁস

ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করে ভোটের ফলাফল পাল্টানোর অনুরোধ জানান, তাঁদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গত রোববার প্রথম প্রকাশ করে; তারপর থেকেই তোলপাড় শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাএকটি টুইটে ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মৌলিক ভিত্তিকেই আজ হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গণতন্ত্রক রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন বলেন, ট্রাম্প কেন যে প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতে চাইছেন, বিষয়টি কোনোভাবেই তাঁর বোধগম্য হচ্ছে না।

আরও পড়ুনঃ ঘাতক করোনার নয়া স্ট্রেন, ব্রিটেনে ফের লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের

টেড ক্রুজ সহ ১১ জন রিপাবলিকান সিনেটর দাবি জানিয়েছেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে কি না, তা একটি কমিশন গঠন করে তদন্ত করা হোক। সে পর্যন্ত ইলেক্টোরাল ভোটের ফলাফল স্থগিত রাখা হোক। ভোটে অনিয়ম প্রমাণিত হলে অঙ্গরাজ্য আইনপ্রণেতাদের ইলেক্টোরাল ভোট নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়ার দাবি করেছেন তাঁরা

৬ জানুয়ারি ওয়াশিংটন উত্তপ্ত হয়ে ওঠার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প গোটা দেশ থেকে তাঁর সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে জড়ো করছেন। প্রাউড বয়েজসহ বিভিন্ন রক্ষণশীল ট্রাম্প-সমর্থকেরা বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here