বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শহর শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘটছিল ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে চলছিল। এবং চুরির ঘটনার তদন্তে নেমে হিমশিম খেতে হচ্ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে। অবশেষে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে এনজেপি থানার শক্তিগড় এলাকায় পরপর দুটি বাড়িতে চুরি করে পথে বেরোতেই এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ দুজন মহিলা ও দুজন যুবককে হাতেনাতে ধরে ফেলে।
আরও পড়ুনঃ চুরির রুপোর মালা পাচারকারী ধৃত
তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি বাড়ি থেকে চুরি করা বেশ কিছু সরঞ্জাম। এরপর পুলিশ ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞেসা করেই বেরিয়ে আসে সব কথা।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতরা শিলিগুড়ি ঝংকার মোড় এলাকার বাসিন্দা।দুই মহিলা পেশায় কাগজ কুড়ানী।ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে শহরের অলিগলি ঘুরে দুই মহিলা বুঝে নিতেন কোন বাড়িতে করা যাবে অপারেশন।
এরপর দুই দম্পতি রাতের অন্ধকারে বেরিয়ে পরতো অপারেশন এর কাজে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় বেশ কিছুদিন যাবত এই দুই দম্পতি প্রচুর চুরির কাণ্ড ঘটিয়েছে।শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584