মনিরুল হক, কোচবিহারঃ
ট্রেনে গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই মহিলাকে গ্রেফতার করলো আরপিএফ ও পুলিশ। গতকাল রাতে আরপিএফ এবং মাথাভাঙ্গার পুলিশ যৌথ অভিযান চালায় মাথাভাঙ্গা রেল স্টেশনে। সেই সময় পদাতিক ট্রেনে ওই দুই মহিলাকে দেখে সন্দেহ হয় তাদের।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় কথায় অসঙ্গতি মেলায় পুলিশ তাদেরকে আটক করে এবং তল্লাশি চালিয়ে ২৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাদের গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এদিন এবিষয়ে মাথাভাঙ্গা থানার ওসি প্রদীপ সরকার জানিয়েছেন, গতকাল রাতে আরপিএফ এবং মাথাভাঙ্গা পুলিশের যৌথ অভিযানে ২৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় মাথাভাঙ্গা রেল স্টেশনে।
আরও পড়ুনঃ হেতালখালী থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ
গাঁজা পাচারের সঙ্গে যুক্ত দুজন মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই দুই মহিলার নাম নাসিমা বিবি(৩৪) এবং মনা সিংহ (৪০)। তাদের বাড়ি বর্ধমানে। জানা গিয়েছে, কোচবিহার থেকে বর্ধমানে পদাতিক ট্রেনে করে ২৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা নিয়ে যাচ্ছিল ওই দুই মহিলা। অভিযুক্ত গাঁজা পাচারকারী দুই মহিলাকে আজ মাথাভাঙ্গা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট ধারায় অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584