নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গত পঞ্চায়েত নির্বাচনের পরে কেটে গিয়েছে ২ বছর। ভোটের ডিউটি পালন করতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের। ২০১৮ সালের ১৫ মে রেল লাইনের ধারে ক্ষত-বিক্ষত দেহ পাওয়া যায় রাজকুমার রায়ের।

রাজকুমার রায়ের এই রহস্যজনক মৃত্যুর পরেই অভিযোগ ওঠে, রাজনীতি-আশ্রিত দুস্কৃতী বাহিনীর হাতেই খুন হয়েছেন শিক্ষক প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়। সেইসঙ্গে শিক্ষকদের ওপর মিথ্যা মামলা আরোপ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে রাজকুমার বাবুর স্ত্রীকে প্রশাসন জেলাশাসকের দপ্তরে চাকরি দিয়েছে। কিন্তু এখনও সুবিচার মেলেনি।
আরও পড়ুনঃ রায়গঞ্জে আরও এক করোনা আক্রান্তের হদিশ
শুক্রবার প্রয়াত শিক্ষক রাজকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে স্মারক বক্তৃতা ও ভিডিও বার্তায় স্মৃতি-শপথের সাক্ষী ছিলেন বহু সহমর্মী মানুষ। ‘রাজকুমার রায় বিচার চাই মঞ্চ’ এর পক্ষ থেকে এদিন রায়গঞ্জের ঘড়ি মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষাকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584