কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ – পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের শালুয়ার বড়া গ্রামে রোমশ মাকড়শা কামড়ে আক্রান্ত এক ২ বছরের শিশু কণ্যা ৷ বড়া গ্রামের বাসিন্দা মুক্তিপদ ভুইয়্যা জানান তার শিশুকণ্যা দিয়া ভুইয়্যা বাড়ির ভেতর খেলা করছিল৷ সেই সময় হঠাৎই দিয়া কেঁদে ওঠে৷ মেয়ের কান্না শুনতে পেয়ে ছুটে আসেন মুক্তিবাবু ও তাঁর স্ত্রী৷ তারা এসে দেখেন যে একটি রোমশ মাকড়শা দিয়ার পায়ে কামড়েছে৷ তড়িঘড়ি মাকড়শাটিকে সাথে নিয়ে মেয়েকে তারা নিয়ে আসেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ হাসপাতালের তরফে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কিছু জানানো না হলেও দিয়া ভুইয়্যাকে তারা চিকিৎসার জন্য শিশু বিভাগে রেখেছেন৷ চিকিৎসা চলছে ছোট্ট দিয়ার৷ অন্যদিকে মুক্তিপদবাবু বলেন তিনি শুনেছেন এই মাকড়শাটি ট্যারেন্টুলা৷ অনেকে অসুস্থ হয়েছে এর কামড়ে৷ তাদের দিয়ার যাতে সঠিক চিকিৎসা হয় তাই তিনি সঙ্গে করে ওই মাকড়শাটিকে নিয়ে এসেছেন৷
রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতে এখন আতঙ্কের কীট মাকড়শা৷ গত প্রায় এক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রোজই রোমশ মাকড়শা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে৷ ইতিমধ্যেই রোমশ মাকড়শার কামড়ে মৃত্যু হয়েছে একজন এর৷ তাছাড়াও আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশকয়েকজন৷ আক্রান্তরা মাকড়শাটিকে ট্যারেন্টুলা বলে আখ্যায়িত করলেও আদেও সেঠি ট্যারেন্টুলা প্রজাতীর কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বনদপ্তর৷ আগামী ৫ তারিখ বিদেশ থেকে কয়েকজন বিশেষজ্ঞ আসছেন এই মাকড়শার রহস্য তদন্ত করতে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584