নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া গ্রাম রাণীনগরে পাট ছাড়ানোর এক অভিনব যন্ত্র তৈরি করল স্থানীয় দুই যুবক।
তাদের দাবী, এই যন্ত্রের সাহায্যে সহজেই ছাড়ানো যাবে পাটের আঁশ। এবং তার ফলে তা পঁচাতেও সুবিধা হবে কৃষকদের। কমবে কৃষকদের চাষ আবাদে খরচ। এমনটাই চিন্তা ভাবনা থেকে সূত্রপাত এই পাটের আঁশ ছাড়ানো মেশিনের।
সীমান্ত লাগোয়া বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। এলাকার বিস্তর মানুষ পাট চাষও করে থাকেন। কিন্তু ঠিক মত বৃষ্টি না হলে সমস্যায় পড়তে হয় কৃষকদের। পাট জাক দিতে খরচ হয় অনেক টাকা। এসব সমস্যার সমাধানের জন্যেই পাটের আঁশ ছাড়ানোর অভিনব যন্ত্র তৈরি করল রাণীনগরের জাহাঙ্গীর আলী। সহযোগিতা করেছে তার ভাই নাসিকুল ইসলাম।
আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দল! নিজের দলের প্রধানের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা হুমায়ুন কবিরের
এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলী জানান, খুব কম সময়ে পাটের আঁশ ছাড়ানো যাবে এই যন্ত্রের মাদ্ধমে এছাড়া পাটকাটি না থাকায় ছোট জায়গায় দেওয়া যাবে পাট জাক। তিনি জানান ইউটিউব দেখেই তার মনে আশা জাগে এমন একটি যন্ত্র তৈরি করার। তার পরে মালদা গিয়ে দেখেও আসেন এমন যন্ত্র। তার পরেই বানানো হয় এই যন্ত্র।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের ঐতিহাসিক পীর মোসলেম শাহ মাজারের বর্তমান ও অতীত
কৃষকদের অনেকে জানান,যেহেতু পাট জাক দেওয়া ও ছাড়ানোর ক্ষেত্রে অনেক শ্রমিক লাগে তবে এই মেশিনে মাত্র দুই তিন জনেই পাটের আঁশ ছাড়ানো যাবে তার ফলে চাষ বাসে খরচ অনেকটাই কমে হতে পারে এই যন্ত্র ব্যাবহারের ফলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584