UAE Travel Ban: করোনা আবহে ভারত সহ আরও ১৩ টি দেশ লাল তালিকাভুক্ত, ২১ জুলাই পর্যন্ত বন্ধ উড়ান সংযোগও

0
78

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আরব আমিরশাহীর বিভিন্ন দেশে করোনা আক্রান্তদের শরীরে ডেল্টা, ডেল্টা আলফা, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের উপস্থিতির খোঁজ মিলছে প্রায় প্রতিদিন। এই পরিস্থিতিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ একাধিক দেশ থেকে প্রবেশ করা যাবেনা আমিরশাহীতে,এমনই নিষেধাজ্ঞা জারি করলো আমিরশাহী সরকার।

Flight | newsfront.co
প্রতীকী চিত্র

পাশাপাশি ২১ জুলাই পর্যন্ত এই ১৪টি দেশের সঙ্গে উড়ান সংযোগও বন্ধ রাখলো তারা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে লাইবেরিয়া, নামিবিয়া, কঙ্গো, উগাণ্ডা, জাম্বিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও সিয়েরা লিওনে ও নাইজিরিয়া। তবে পণ্যবাহী বিমান, বাণিজ্যিক বিমান ও চার্টার্ড বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না।

আরও পড়ুনঃ প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের ধর্মঘট নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারি করল মোদি সরকার

এছাড়া অধিকাংশ দেশের সঙ্গে বিমান চলাচল চালু থাকায় স্বাভাবিক ভাবেই পর্যটকদের যাতায়াতও রয়েছে। তাই সকলকেই মেনে চলতে হবে যথাযথ কোভিড বিধি নিষেধ। আমিরশাহীর সব দেশগুলিতে আরো কঠোর করা হয়েছে কোভিড বিধিনিষেধ।

আরও পড়ুনঃ বিল গেটসের জীবনের বহু ‘ফ্যান্টাসি’, বহু অজানা দিক নিয়ে মুখ খুললেন তাঁরই জীবনীকার জেমস ওয়ালেস

আমিরশাহীর কোন নাগরিক অন্য দেশে গিয়ে কোভিড আক্রান্ত হলে সে দেশের কোভিড চিকিৎসার যাবতীয় নিয়ম মানতে হবে এবং সেই দেশের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে আক্রান্ত ব্যক্তিকে দেশে ফেরানোর ব্যবস্থা করবে সংযুক্ত আরব আমিরশাহী সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here