এক নম্বরের জন্য রাজ্য মেধাতালিকা থেকে ছিটকে দার্জিলিঙয়ের প্রথম ঊর্যষী

0
202

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Uajorshi is out of the merit list for one number
ঊর্যষী পাল।নিজস্ব চিত্র

পরীক্ষার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হলো ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ফল। মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা পর্ষদে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি। তবে মাত্র এক নম্বরের জন্য প্রথম দশজনের মেধা তালিকায় নাম করতে পারল না ঊর্যষী পাল। তার মোট নম্বর ৬৮০। সে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী।

Uajorshi is out of the merit list for one number
নিজস্ব চিত্র

যদিও এক নাম্বারের জন্য কিছু হলেও আক্ষেপ ঊর্যষীর। এই বিষয়ে ঊর্যষী বলে যে শুধু মাত্র এক নাম্বারের জন্য প্রথম দশজনের মেধা তালিকায় আসতে পারলাম না। তার কারন ইংরেজিতে দুটো বানান ভুল হয়েছিল। সম্ভবত ওই দু’টো বানানের জন্যই এক নম্বর কম পেয়েছি। তবে আশা করেছিলাম ভাল ফল করবো। প্রথমে আমি আমার বন্ধুদের থেকে শুনতে পেয়েছি আমার রেজাল্টের খবর। আমি ইতিমধ্যেই বিজ্ঞান নিয়ে পড়তে শুরু করে দিয়েছি। যদিও নির্দিষ্ট সময় বেঁধে হিসেব করে কখনও সে পড়াশুনা করতাম না।

আরও পড়ুনঃ প্রকাশিত মাধ্যমিক ফলের প্রথম দশের তিনে কোচবিহার

তবে পাঠ্যবই সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে পরার চেষ্টা করতাম। এবং প্রতিটি বিষয়ের জন্য একজন করে শিক্ষক ছিল। এর পাশাপাশি বাবা মা শিক্ষক। তারা আমাকে সবসময় সহযোগিতা করত। এবং স্কুলের শিক্ষিকাদের দেকেও সবসময় সহযোগিতা পেয়েছি। পড়াশুনার পাশাপাশি নাচ,গান ও আঁকতে প্রচণ্ড ভালোবাসি। অপরদিকে ঊর্যষীর বাবা ও মা বলেন যে আমরা আশাবাদী ছিলাম মেয়ে ভাল ফল করবে। তবে এক নম্বরের জন্য আক্ষেপ হচ্ছে। যদিও ফলে খুবই খুশি আমরা। অন্যদিকে খুশি শিলিগুড়ি গার্লস হাইস্কুলের শিক্ষকা থেকে ঊর্যষীর সহপাঠীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here