নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাশিয়া- ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে, ইউক্রেনে বসবাসকারী কর্মী ও তাদের পরিবারের জন্য বিকল্প বাসস্থান, অ্যাডভান্স বেতন, প্লেন ভাড়া সহ যেকোন ধরণের আর্থিক সংস্থানের ব্যবস্থা করলো আন্তর্জাতিক ভিডিও গেম ডেভেলপার সংস্থা Ubisoft ।
ইউক্রেনে Ubisoft-এর দুটি স্টুডিও রয়েছে। একটি রাজধানী কিয়েভে , অন্যটি ওডেসা তে। এই দুই অফিসেই বহু সংখ্যক কর্মী রয়েছেন। তাঁদের পরিবার ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তাঁদের অন্যত্র পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সেকথা Ubisoft-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডলে ঘোষণাও করা হয়।
— Ubisoft (@Ubisoft) February 25, 2022
জানা গিয়েছে, অন্য যেকোন পড়শি দেশে তাদের কর্মীরা যেতে চান সেখানে সপরিবারে তাঁদের থাকার ব্যবস্থা করছে Ubisoft। শুধু তাই নয়, অন্যত্র যাওয়ার জন্য তাঁদের প্লেন ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করছে Ubisoft। এমনকি দ্রুত তাঁদের অগ্রিম বেতনও দিয়ে দিচ্ছে সংস্থা যাতে হঠাৎ করে অন্যত্র গিয়ে কোনরকম সমস্যায় না পড়তে হয় তাঁদের। ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে Ubisoft কর্তৃপক্ষ চান না তাদের কর্মীদের কোন রকম সমস্যায় পড়তে হোক।
আরও পড়ুনঃ চেলসি ফুটবল ক্লাবের দায়িত্ব ছাড়লেন রোমান অ্যাব্রামোভিচ, ৬ জন ট্রাস্টির হাতে থাকল দায়িত্ব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584