নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতে গোনা কয়দিন বাকি মা আসছেন।রবিবার খুঁটিপুজো করে দুর্গোৎসবের শুভ সূচনা করলেন ফালাকটা মসল্লাপট্টি সর্বজনীন কমিটি।এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বি ডি ও স্মৃতা সুব্বা ,পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধ্যা বিশ্বাস,ফালাকাটা থানার আই সি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফালাকটা মসল্লাপট্টি দুর্গাপুজোর কমিটির সম্পাদক গদাই দে জানান,এবার আমাদের এই পুজো সাতচল্লিশতম তাই আমরা আনান্য বছরের তুলনায় এবার অন্যরকম উদ্যোগ নিয়েছি যার মধ্যে থাকছে থিম “উড়ান”। মূলত মণ্ডপে থাকছে বিভিন্ন ধরনের পাখি এবং খাঁচা দিয়ে তৈরী আমাদের পুজো মণ্ডপ। এছাড়াও রয়েছে বাঁশ এবং বিভিন্ন ঘরোয়া জিনিস পত্রের কাজ। সাথে থাকছে রকমারি আলোক সজ্জার কাজ। সব মিলিয়ে পাখিদের স্বাধীনতা নিয়ে আমাদের ভাবনা।তিনি আরো জানান ফালাকটা সহ উত্তরবঙ্গের সমস্ত দর্শনার্থীদের কাছে সেরা হয়ে দাঁড়াবে বলে আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584