নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার কারণে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি।কর্মসংস্থানগুলি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। এহেন পরিস্থিতির মধ্যেই গবেষকদের ফেলোশিপের ভাতা বাড়াল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। গত মাসে তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্তটি জানানো হল ইউজিসির তরফ থেকে।
প্রত্যেক ফেলোশিপ প্রকল্পে চার হাজার টাকা করে বাড়ানো হয়েছে। যেমন ডাঃ এস রাধাকৃষ্ণণ প্রকল্পের অধীনে এতদিন একজন পড়ুয়া প্রথম বর্ষে ভাতা বাবদ ৩৮ হাজার ৮০০ টাকা পেতেন। এবার তিনি পাবেন ৪৭ হাজার টাকা। পরের দু’বছরে তিনি ৪০ হাজার ৩০০ এবং ৪১ হাজার ৯০০ টাকা পেতেন।
আরও পড়ুনঃ ইতিহাসের ব্যতিক্রম! এই প্রথম ভক্তহীন পুরীর রথযাত্রা
সংশোধিত ভাতা অনুযায়ী, এবার তিনি যথাক্রমে ৪৯ হাজার এবং ৫৪ হাজার টাকা পাবেন। অন্যদিকে, গ্রামগুলিতে করোনার প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলিকে গবেষণা করার নির্দেশ দিল ইউজিসি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584