নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পিছু হটছে কেন্দ্র। আসন্ন পুজোর দিনগুলিতে ‘ইউজিসি নেট’ পরীক্ষা হবে না বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক। সোমবার এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। আগামী ২১, ২২ এবং ২৩ অক্টোবর ‘নেট’ হওয়ার কথা।
ঘটনাচক্রে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো শুরু ২১ অক্টোবর থেকে। ওই দিন ষষ্ঠী। ২২ তারিখ সপ্তমী। ২৩ তারিখ অষ্টমী। বাঙালির সংস্কৃতি ও ভাবাবেগের সঙ্গে দুর্গাপুজো ওতপ্রোত ভাবে জড়িত।
ঠিক এমন একটা সময়েই পরীক্ষার দিনক্ষণ কেন ঠিক করা হল, সেই প্রশ্ন তুলে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। সেই প্রতিবাদের সামনের সারিতে ছিল রাজ্যের শাসক তৃণমূল।
আরও পড়ুনঃ অধিকারের দ্বন্দ্বে শাহীনবাগ মামলার রায়দান সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট
সংসদের অধিবেশনের জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেছিলেন দীনেশ ত্রিবেদী। তিনি রাজ্যসভায় বলেন, বাঙালি জীবনের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই সময় পরীক্ষার দিনক্ষণ পড়লে তা পরীক্ষার্থী তো বটেই, সাধারণ নাগরিকরাও অসুবিধায় পড়বেন। সেটি যেন কেন্দ্রীয় সরকার বিবেচনা করে।
আরও পড়ুনঃ একবিংশ শতাব্দীর ভারতে এই কৃষি বিল অত্যন্ত প্রয়োজনঃ মোদী
সাংসদ দীনেশ ত্রিবেদী আরও বলেন বলেন, “(গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে) অক্টোবরের ২১, ২২ এবং ২৩ তারিখে যথাক্রমে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। হয় পরীক্ষা এগিয়ে আনা হোক। নতুবা পিছিয়ে দেওয়া হোক।”
সোমবার তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, পুজোর সময় ‘নেট’ হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, “পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পুজোর পরই হবে নেট পরীক্ষা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584