রাজর্ষি দে’র ‘মায়া’তে গান গাইবেন কমলেশ্বর কন্যা উজান মুখোপাধ্যায়

0
272

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’র ফার্স্ট লুক এসেছে সামনে। একেবারে অন্য ইমেজে ধরা দিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মিথিলা, কমলেশ্বর মুখোপাধ্যায়, অসীম রায়চৌধুরী সহ বাকিরা।

Ujan Mukherjee
উজান মুখোপাধ্যায়। ছবিঃ ফেসবুক

জানা গিয়েছে আরেকটি তথ্য। এই ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে ডেবিউ করছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা উজান মুখোপাধ্যায়।

Anindya Chattopadhyay
অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিঃ ফেসবুক

প্রসঙ্গত, উজান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্রী। কলকাতার একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছেন উজান। বরাবরই সাংস্কৃতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকেন তিনি৷ শিক্ষক-শিক্ষিকাদের কাছে তাঁর লেখাপড়ার মান এবং গান কদর পায় আজও। তিনি গান শিখেছেন গুরু সুমন্ত সারেঙ্গীর কাছে। সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্রর সান্নিধ্য পেয়েছেন উজান। সেলো ইন্সট্রুমেন্ট বাজানো শিখছেন সুরাজ দোলুই ও সোমনাথ মাখালের কাছে।

Anindya Mithila
অনিন্দ্যর সঙ্গে মিথিলা। ছবিঃ ফেসবুক

আরও পড়ুনঃ তৈরি হচ্ছে সাসপেন্সে মোড়া বাংলা ছবি ‘নিধন’

সূত্রের খবর, ছবিতে সুফি-রকের আদলে একটি নজরুল গীতি গাইবেন শিল্পী উজান মুখোপাধ্যায়। বাংলা সিনেমায় এই প্রথম এহেন পদক্ষেপ। ‘মায়া’র হাত ধরেই ভারতীয় বাংলা ছবিতে প্রথম অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা।

Kaninika
কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক

আরও পড়ুনঃ ‘সঙ্গীতের মহাযুদ্ধ’-তে বিচারকের ভূমিকায় অভিজিৎ, লোপামুদ্রা

তিনি ছাড়াও রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, রাতাশ্রী দত্ত, রনীতা দাশ, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সায়ন্তনী গুহঠাকুরতা প্রমুখ।সব ঠিক থাকলে ছবিটি চলতি বছরের শীতে মুক্তি পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here