নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা, ভোটে প্রার্থী হতে পারবেন না পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভোটে দাঁড়াতে পারবেন না তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল কুমার। শুক্রবার এমনটাই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বুধবার মনোনয়ন পত্রে তারিখ ভুল থাকার কারণে পুরুলিয়া জেলার ২৪১ নম্বর জয়পুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় দল। কমিশনের সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গলে বেঞ্চ। এবার কমিশনের সিদ্ধান্তকেই বহাল রেখে সিঙ্গলে বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
হলফনামায় তারিখ বিভ্রাটের জেরে পুরুলিয়ার ২৪১ নম্বর জয়পুর আসনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দিয়েছিল কমিশন। স্ক্রুটিনিতে তৃণমূল প্রার্থী উজ্বল কুমারের মনোনয়ন বাতিল ঘিরে বুধবার কার্যত দিনভর নাটক চলে।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্র-স্মৃতিকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু
পুরুলিয়ার বাকি আসনগুলির তালিকা নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করলেও জয়পুর বিধানসভার তালিকা অনেক রাতে আপলোড করা হয়। সেখানেই নির্বাচন উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র ‘রিজেক্টেড’ বলে দেখানো হয়।
আরও পড়ুনঃ সিপিএমের শংকর ঘোষ বিজেপিতে
কারণ হিসেবে জানানো হয়, ওই তৃণমূল প্রার্থীর মনোনয়নের হলফনামায় তারিখ ভুল ছিল। যার জেরে মনোনয়ন বাতিল করা হয়েছে। তারপরেই কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলের নেতৃত্ব। গতকালের সিঙ্গল বেঞ্চের রায়ে স্বস্তি ফিরেছিল জেলা নেতৃত্বের, কিন্ত আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ে আবার ফিরে এলো হতাশা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584