উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া শুরু মাথাভাঙায়

0
69

মনিরুল হক, কোচবিহারঃ

এপ্রিল থেকে জুন—এই তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারা বিনামূল্যে একটি করে সিলিন্ডার পাবেন। ২৬শে মার্চ এই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই ঘোষণার জেরেই এপ্রিলের শুরু থেকেই জেলার বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন পড়ছে মহিলাদের।

LPG | newsfront.co
নিজস্ব চিত্র

উদ্দেশ্য, সরকারি প্রকল্পে পাওয়া তাঁদের এলপিজি কানেকশন আপডেট করানো শুরু হল মাথাভাঙ্গায়। সেই সুবিধা পেতে সোমবার মাথাভাঙ্গা ১নং ব্লকের জোড়পাটকী গ্রাম পঞ্চায়েত এলাকার মঞ্জু এইচপি গ্যাস সার্ভিস সেন্টারে দোকানের সামনে মহিলা ও পুরুষদের লম্বা লাইন পড়ে। এই ফ্রি গ্যাস পেতে উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা এদিন ভিড় করে নিজেদের অ্যাকাউন্ট আপডেট করতে।

Ujjala | newsfront.co
নিজস্ব চিত্র

নিজের উজ্জ্বলা গ্যাস অ্যাকাউন্টে মোবাইল ও আধার নম্বর আপডেট করতে হচ্ছে উপভোক্তাদের। কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার সচল অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি গ্যাস সিলিন্ডারের মূল্য বাবদ টাকা পাঠাবে। সেই টাকা দিয়ে গ্যাসের দাম মেটাবেন উজ্জ্বলা যোজানার গ্রাহকেরা।

LPG distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন গ্যাস সার্ভিস সেন্টারের মালিক কেশব বর্মন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রকল্পের গ্রাহকদের তিন মাসে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। প্রত্যেক গ্রাহকের গ্যাসের বই,আধার কার্ড,ও একটি মোবাইল সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো রেজিস্ট্রেশন করা হবে।

আরও পড়ুনঃ ‘সামাজিক দূরত্ব’ মেনে সকাল থেকেই নিজের বিধানসভা চষলেন মন্ত্রী রবি

তারপর গ্রাহকের ব্যাংকে মাসে একটি সিলিন্ডারের জন্য ৭৯৬ টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। গ্যাস সার্ভিস সেন্টারের মালিক কেশব বাবু আরো জানান,সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা আছে।

হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স এর ব্যবস্থা সেন্টারের পক্ষ থেকে করা হয়েছে। করোনা সচেতনতামূলক সমস্ত বিষয় সেন্টারের ভেতরে মাইকযোগে প্রচার করা হচ্ছে। এই গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশাল আকার লাইন দেখা গেছে গোলকগঞ্জ এইচপি গ্যাস সার্ভিস সেন্টারে।

এদিন এবিষয়ে মাথাভাঙার এক গ্রাহক বিপুল বর্মন জানান, মায়ের নামে গ্যাসের বই আছে এবং অ্যাকাউন্ট আছে, ইতিমধ্যে মায়ের অ্যাকাউন্টে ৮০০টাকা ঢুকে গেছে। তাই গ্যাস সিলিন্ডার নিতে এসেছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here