নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ
ভাগাড় কাণ্ডের পর প্রশাসনিক কর্তারা রাজ্যের প্রত্যেকটি শহরের রেস্তোরায় হোটেলে মাংসের নমুনা পরীক্ষার অভিযান চালাচ্ছে। জেলার কৃষ্ণনগর পৌরসভা ও প্রশাসনিক আধিকারিকরা শহরে সব রেস্তোরাঁয় অভিযান চালাতে শুরু করলেও জেলার অন্যত্র এসবের বালাই নেই বলে অভিযোগ উঠেছে। অথচ অনেকেই বলছেন যে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে যে সমস্ত হোটেল গজিয়ে উঠেছে যদি অভিযান চালানো হয় তাহলে নিশ্চয়ই ধরা পড়বে পচা-বাসি মাংস মাছ।
কৃষ্ণনগর পৌরসভা খাদ্য দফতরের কর্তারা কৃষ্ণনগরের জনবহুল এলাকা বেজি খালি মোরে অভিযান চালায়।
পৌরসভার চেয়ারম্যান অসীম সাহা জানিয়েছেন যে বহু জায়গায় পেটের উপরে প্যাকেটজাত হয়েছে কবে মেয়াদ শেষ হবে তার কিছুই লেখা নেই এমনকি কিসের মাংস তাও লেখা নেই ওই প্যাকেটের উপরের মাংস পরীক্ষা করার যন্ত্র নেই আমরা ঐসব করে দিয়েছি। লাগাতার অভিযান চলবে বলে চেয়ারম্যান অসীম সাহা আরো জানিয়েছেন যে বহু হোটেল-রেস্তোরাঁ থেকে প্যাকেট বন্দি মাংস পাওয়া গেছে তাদেরকে সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছি দপ্তরে না হলে হোটেল বন্ধ করে দেয়া হবে শহরের অন্যান্য হোটেল রেস্তোরাঁতে আমাদের অভিযান চলবে।
তবে নদীয়া জেলার গুরুত্বপূর্ণ শহর রানাঘাট শান্তিপুর চাকদা কল্যাণী নবদ্বীপ করিমপুর বেথুয়াডহরী প্রভৃতি স্থানে এইরকম পচা-বাসি মাংস মাছ ধরতে কোন অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। তাই দাবি উঠেছে বিভিন্ন হোটেল রেস্তোরা তে অভিযান চালানোর।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584