নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার মেদিনীপুর শহরে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেটস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোসিয়েশনের ব্যানারে একদল বেকার যুবক চাকরির দাবিতে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ওই বেকার যুবকরা রাস্তায় বসে চপ ভেজে তা বিক্রি করে প্রতিবাদ জানায়।
তাদের বক্তব্য যোগ্যতা আছে, কাজ চাই, যোগ্যতার বিচার চাই। এইভাবে মেদিনীপুর শহরের রাস্তার উপর বসে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। যার ফলে মেদিনীপুর শহরে তীব্র যানজট তৈরি হয়। অবশেষে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ কৃষি বিলের প্রতিবাদে বহরমপুরে কংগ্রেসের মিছিল
আরও পড়ুনঃ বালুরঘাটে আশাকর্মীদের স্মারকলিপি
বেকার যুবকদের দাবি, “আমরা কাজ চাই আমাদের কাজ দিতে হবে।” তাই চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় তারা। ওই যুবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মেদিনীপুর শহর।পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে কয়েক হাজার যুবক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। তাদের দাবি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ সবসরকারি পদে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন তারা করবেন বলে জানান। সেই সঙ্গে তারা জেলা শাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584