বেকারত্বই পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা বলে উল্লেখ সূর্য’র

0
125

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

attacking comments against central and state govt 3
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে কেন্দ্র এবং রাজ্য থেকে সরকার উৎখাতের ডাক দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।লোকসভা নির্বাচনের আগে প্রথম মিছিল করে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলো সিপিআইএম দল।বেলদার কালী মন্দির এবং বেলদা বাইপাস থেকে মিছিল সংঘটিত করে কর্মীসভায় যোগ দেয় প্রায় পাঁচ শতাধিক কর্মী।নারায়ণগড় ব্লকের বেলদাতে কর্মীসভায় যোগ দেয় সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

attacking comments against central and state govt 3
সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নিজস্ব চিত্র

বিজেপির ব্যানারে কিছুদিন আগে দেখা গিয়েছিল পুলাওয়ামায় শহীদ হওয়া ভারতীয় সেনার ছবি।এই প্রসঙ্গে তিনি বলেন,”পুলওয়ামা ঘটনায় ৪০ থেকে ৪২ জন সেনার মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।” সিপিআইএম দলের ব্রিগেড সম্মেলনে তিনি বলেন, “পুলিশ কমিশনার গ্রেপ্তার নিয়ে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসলেন মেট্রো চ্যানেলে।সেখানে আমাদের ব্রিগেডের কর্মীসংখ্যা নিয়ে তথ্য লোপাটের চেষ্টা করেছেন।”

attacking comments against central and state govt 3
নিজস্ব চিত্র

বর্তমানে পশ্চিমবঙ্গের একটাই সমস্যা বেকারত্ব।এই প্রসঙ্গে তিনি বলেন, “সিঙ্গুরে শিল্প নেই। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে ঢেঁড়শ,লঙ্কা চাষ করা হচ্ছে।”আর্থিক কেলেঙ্কারি এবং নিরব মোদী প্রসঙ্গে তিনি বলেন, “কৃষকদের আর্থিক ঋন মুকুব না করে নীরব মোদির কোটি কোটি টাকা মুকুব করছে কেন্দ্র সরকার।”বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রবল তুলোধনা করেছেন রাজ্য সম্পাদক সূর্য মিশ্র।তিনি বলেন, “রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়।”এখনো পর্যন্ত সিপিআইএম দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তার আগেই লোকসভা প্রচার শুরু করল সিপিআইএম দল।

আরও পড়ুনঃ কর্মীসভায় বাম সংগঠনকে মজবুত করার ডাক সূর্যকান্ত মিশ্রর

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রার্থী তালিকা সাংবাদিক বৈঠকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঘোষণা করবে সিপিআইএম দল।সে বিষয়ে আমি কিছু জানি না।”লোকসভা প্রচারে বিজেপি তৃণমূলের সঙ্গে পাঙ্গা দিয়ে লড়ছে বর্ষিয়ান সিপিআইএম দল।সময় বলবে লোকসভার উত্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here