নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের কবলে গোটা বিশ্ব। ভারতে প্রবেশ করতেও বেশি সময় নেয়নি এই মারণ ভাইরাস। এরপরই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সংক্রমণ। বর্তমানে এ দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় টানা আড়াই মাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে স্তব্ধ জনজীবন। এই মুহূর্তে করোনাভাইরাসের প্রকোপে ভারতের অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ।
এই কঠিন সময়ে দেশে বেকারত্বের হারের এক চিত্র প্রকাশ্যে এল। পিরিওডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্টে জানা যাচ্ছে, ২০১৮-১৯ সালে দেশে বেকারত্বের হার ৫.৮ শতাংশ। দিল্লি, বিহার, হরিয়ানা, কেরল, ওডিশা, পাঞ্জাবের মতো ২০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বেকারত্বের হার বেশি।
অন্যদিকে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক, পশ্চিমবঙ্গের মতো বাকি ১৬টি রাজ্যের বেকারত্বের হার দেশের বেকারত্বের হারের তুলনায় কম। ২০১৮-১৯ সালে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার সবথেকে বেশি দিল্লি, বিহার, হরিয়ানা, কেরালা, গোয়া, পাঞ্জাব, ওড়িশায়।
আরও পড়ুনঃ নিসর্গ নিয়েই মাথাব্যথা, আমপান বিধ্বস্ত বাংলাকে অপমান করেছে দিল্লির সংবাদমাধ্যমঃ মুখ্যমন্ত্রীর
জানা যাচ্ছে, এই বয়সসীমার মধ্যে দিল্লিতে বেকারত্বের হার ১০.৪ শতাংশ, বিহারে হার ৯.৮ শতাংশ, হরিয়ানায় ৯.৩ শতাংশ, কেরালায় ৯ শতাংশ, গোয়ায় ৮.৭ শতাংশ, পাঞ্জাবে ৭.৪ শতাংশ, ওড়িশায় ৭ শতাংশ। সর্বভারতীয় স্তরে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৭.৩ শতাংশ। সর্বভারতীয় স্তরে যে রাজ্যগুলিতে বেকারত্বের হার সর্বাধিক সেগুলি হল, কেরালা (৩৫.২ শতাংশ), বিহার (৩০.৯ শতাংশ), তেলঙ্গানা (২৭.৪ শতাংশ), গোয়া (২৪.২ শতাংশ), তামিলনাড়ু (২৪ শতাংশ), উত্তরাখণ্ড (২৩.৫ শতাংশ), দিল্লি (২২.৫ শতাংশ)। অন্যদিকে, এই বয়সসীমার মধ্যে পশ্চিবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো মোট ১৬ টি রাজ্যের বেকারত্বের হার কম।
২০১৮-১৯ সালের পিরিওডিক লেবার ফোর্স সার্ভে গত বৃহস্পতিবার প্রকাশ করেছে দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। যেখানে দেখা গিয়েছে, বেকারত্বের হার এক বছর আগে ৬.১ শতাংশ থেকে সামান্য কমে হয়েছে ৫.৮ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584