শীর্ষে হরিয়ানা, ফেব্রুয়ারিতে দেশে বেকারত্ব বৃদ্ধি ৬.৯শতাংশঃ সিএমআইই রিপোর্ট

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফের বাড়লো দেশে বেকারত্বের হার। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি ( CMIE)-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিগত এক মাসে মাসিক গড় বেকারত্বের হার ৬.৯ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি দেশের বেকারত্বের মাসিক এবং বার্ষিক রিপোর্ট নিয়মিত প্রকাশ করে থাকে।

Unemployed rate | newsfront.co
প্রতীকী চিত্র

সেই রিপোর্টে প্রকাশ জানুয়ারি ২০২১-এ দেশে বেকারত্বের হার ছিল ৬.৫৩ শতাংশ। ফেব্রুয়ারিতে সেখান থেকে বেড়ে বেকারত্বের হার ৬.৯ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে শহরাঞ্চলে বেকারত্বের হার ৭ শতাংশ। আর গ্রামীণ এলাকায় ৬.৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী বেকারত্বের হারের তালিকার শীর্ষে হরিয়ানা। করুণ চিত্র ত্রিপুরাতেও, সেখানে ফেব্রুয়ারি মাসে বেকারত্বের হার ১১ শতাংশের বেশি।

ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬ শতাংশ। রাজস্থানে বেকারত্বের হার ২৫ শতাংশ এবং পাঞ্জাবে ৭ শতাংশ। গুজরাতে বেকারত্ব ৩ শতাংশ। বিহারে বেকারত্ব ১১.৫ শতাংশ। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় দ্বিগুণ।গোয়ায় বেকারত্বের হার ফেব্রুয়ারি মাসে ২১ শতাংশ।

আরও পড়ুনঃ একধাক্কায় প্ল্যাটফর্ম টিকিটের দাম তিন থেকে পাঁচগুণ বৃদ্ধি

হরিয়ানা একদিকে উত্তাল কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, অন্যদিকে ক্রমশ বাড়তে থাকা বেকারত্বের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভও চরমে। রাজ্যের মানুষের এই বিক্ষোভ সামাল দিতে মঙ্গলবার একটি নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে হরিয়ানা সরকার।

আরও পড়ুনঃ এনপিআর(NPR)-এর ফিল্ড ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই

হরিয়ানায় বেসকারি ক্ষেত্রে কর্মসংস্থানে ৭৫ শতাংশ পদ সংরক্ষিত থাকবে শুধুমাত্র হরিয়ানাবাসীর জন্য। যদিও কয়েকমাস আগেই এই সংক্রান্ত একটি বিল পাশ করেছিল হরিয়ানা সরকার। মঙ্গলবার সেই আইন অনুযায়ী হরিয়ানা সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনের যে কোনও বেসরকারি চাকরিতে স্থানীয় মানুষকেই অগ্রাধিকার দিতে হবে। সংরক্ষণ কার্যকর হবে ৭৫ শতাংশ পদে। বেকারত্বের হার বেড়েছে গোয়া এবং হিমাচল প্রদেশেও।

গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও কর্ণাটকে বেকারত্বের হার তুলনামূলক ভাবে কম, ৫ শতাংশের নীচে। একই সাথে মহারাষ্ট্র, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বেকারত্বের হার ৫ শতাংশের নীচে। নারী কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনেকটাই ভালো অবস্থানে। বিগত গত ৬ মাসের সমীক্ষায় দেখা গিয়েছে অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে নারী কর্মসংস্থানের অবস্থা বেশ ইতিবাচক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here