সুদীপ পাল,বর্ধমানঃ
আসানসোলের কালীপাহাড়ি ও সুইডি গ্রাম লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দু’টি বিকল্প সেতু তৈরির কাজ শুরু করেছিল। কিন্তু একই অবস্থায় পড়ে রয়েছে সেতু দুটি। কালীপাহাড়িতে গাড়ুই নদী ও সুইডিতে রেললাইনের উপরে বহু বছরের পুরনো দু’টি সেতু রয়েছে কিন্তু সেগুলি ফাটল ধরে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।রাজ্যের নানা প্রান্ত সহ দিল্লি,পঞ্জাব এবং বিভিন্ন রাজ্য সড়কপথে এই সেতুর উপর নির্ভর করে।প্রায় ৩৫ হাজার যানবাহন নিয়মিত যাতায়াত করে।পণ্যবাহী ট্রাক চলাচল করে।এখন এই সেতু বেহাল হয়ে গেলে পণ্যের কি হবে তা নিয়ে চিন্তিত সবাই। কালীপাহাড়ির যেখানে সেতু তৈরির কাজ চলছে সেখানে ডিভিসি-র একটি ‘টাওয়ার’ স্থানান্তর না হওয়ায় হলে সেতুর কাজ শেষ করা যাচ্ছে না বলে সূত্রের খবর। মহকুমাশাসক (আসানসোল) প্রলয় রায়চৌধুরী সেতু দু’টি শেষ করার জন্য সড়ক কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন: চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা,আহত বারো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584