সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
পানাভর্তি খালে ভেসে থাকা এক প্রৌঢ়র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার পৈলান ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশের নয়নজলি খালের।
আরও পড়ুনঃ ১২ দফা দাবির ভিত্তিতে ১২ ঘণ্টার ভারত বনধ সিপিএমের
জানা গেছে, পথচলতি দর্শকরা ওই মহিলার দেহ পানার মধ্যে ভেসে থাকতে দেখে বিষ্ণুপুর থানায় খবর দেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠায়।
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম বিনোদ কুমার শর্মা(৫২)। পেশায় বেসরকারি জার্মান কোম্পানির কর্মী ওই ব্যক্তি, কনগড়, হিমাচল প্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে তিনি পৈলান ১২সি বাস স্ট্যান্ডের কাছে একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। তাঁর এক মেয়ে হরিয়ানা পুলিশে কর্মরত এবং ছোট মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যেই।
আরও পড়ুনঃ শনিবার পর্যন্ত মেঘলা আকাশ, কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা
জানা গেছে, কোম্পানি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা পাননি তিনি এবং সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন। তাই অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে মৃতের পরিবার-পরিজন।
এছাড়া যে বাড়িতে উনি ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক জহর কর্মকার জানিয়েছেন, মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই আত্মঘাতী হয়েছেন।
পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখা শুরু করেছে ইতিমধ্যেই। শুধুই আত্মহত্যা না খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584