নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুড়িখাওয়া বিওপি সংলগ্ন মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে শনিবার রাতে হঠাৎ ওই ব্যক্তির মৃতদেহ নদীর জলে ভেসে ওঠে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা মুড়িখাওয়া বিওপি-র সীমান্তরক্ষী বাহিনীকে খবর দেয়।

এরপর রবিবার ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি।

আরও পড়ুনঃ মালদহ মেডিক্যাল কলেজ-হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ
তবে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584