মনিরুল হক, কোচবিহারঃ
পুকুর থেকে অজ্ঞাত পরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের চকচকা সংলগ্ন কুন্ডুপাড়া এলাকায়। আজ সকালে স্থানীয় লোকজন ওই মহিলার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে।

পরে স্থানীয়রা ওই ঘটনার খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়।
আরও পড়ুনঃ রেলে কাটা পড়া ব্যক্তির মৃত্যু নিয়ে চাঞ্চল্য কাকদ্বীপে
পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলার নাম ও পরিচয় কিছুই জানা যায় নি। তবে মৃত মহিলারা পরিচয় খুঁজে বের করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ময়নাতদন্ত না হলে এখনি কিছু বলা যাচ্ছে না। ওই মৃত মহিলা কিভাবে সেখানে এলেন বা কি ভাবে মারা গেলেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584