নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
করোনা আবহে বিমানবন্দর এলাকায় দীর্ঘক্ষণ পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফের আরো একবার অমানবিক আচরণের সাক্ষী থাকল শহর কলকাতা।
দমদম বিমানবন্দর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তার ওপরে পড়ে রইলেন এক মাঝ বয়সি মহিলা। পরে ওই অবস্থায় মৃত্যু হল তাঁর। কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। করোনা আবহে রাস্তায় এইভাবে এক মহিলার মৃত্যু নিয়ে প্রশাসনের দিকে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল তিনটে থেকে ওই মহিলাকে অসুস্থ অবস্থায় দেখতে পায় এলাকার মানুষজন। তারপরে স্থানীয় মানুষ ফুটপাতের ধারে একটি ছাউনির নীচে বসিয়ে দেয় তাঁকে। ওই মহিলা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন বলে জানা যায়। কিছু সময় বসে থাকার পর ওইখানেই লুটিয়ে পড়েন মহিলা। কিছুক্ষণ ওইভাবে পড়ে থাকার পর মানুষজন এসে ওই মহিলাকে ডাকাডাকি করার পর সাড়া না মেলায় খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়।
আরও পড়ুনঃ মাথাভাঙায় গবাদি পশুর শরীরেও ভাইরাসের সংক্রমণ
কিন্তু থানা থেকে পুলিশ আসতে গড়িমসি করে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজন। তার পর সন্ধ্যে সাতটা নাগাদ ওই মহিলাকে দেখতে আসেন এয়ারপোর্ট থানার পুলিশ।
তবে স্থানীয় মানুষজনের অভিযোগ, ওই মহিলার গায়ে জ্বর ছিল। তার সারা শরীর জ্বরে কাঁপছিল। তারপরেই সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, প্রশাসন যদি ঠিক সময় আসত, তাহলে হয়তো এই ভদ্রমহিলাকে বাঁচানো যেত।
আরও পড়ুনঃ মহানন্দার জল ঘরে ঢুকে পড়ায় আতঙ্কিত নদীপারের বাসিন্দারা
তারপর পুলিশ ওই মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ওই মহিলার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা রয়েছে। স্থানীয় মানুষজনের অনুমান, করোনা ভাইরাসের কারণে মৃত্যু হলেও হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। পুলিশের অনুমান, ওই মহিলা কোনও সম্ভ্রান্ত পরিবারের। তার কাজ থেকে উদ্ধার হয়েছে একটি হ্যান্ড ব্যাগও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584