পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে নাগরিক মিলন উৎসব

0
69

হরষিত সিং, মালদহঃ
ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং উপ-পৌরপ্রধান দুলাল সরকার ও ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের ব্যবস্থাপনায়, দুই দিনব্যাপী নাগরিক মিলন উৎসব এর আয়োজন করা হয়। ১১ ও ১২ তারিখ এই উৎসব হবে।শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।দুইদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলবে এই উৎসব।
পৌরসভার উপপৌর প্রধান দুলাল সরকার জানান,পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বছর ধরেই ওয়ার্ডে-ওয়ার্ডে চলবে এ ধরনের অনুষ্ঠান।তারই অঙ্গ হিসাবে এই নাগরিক উৎসবের আয়োজন করা হয়েছে।

নিজস্ব চিত্র

এই উৎসবের মূল উদ্দেশ্য, মহরম, শারদীয়া ও দীপাবলি উৎসবের পর ওয়ার্ডের নাগরিকদের সম্প্রীতির মেলবন্ধন ও একে অপরের সঙ্গে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মিলিত হয়ে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা।শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন,মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য,পুলিশ সুপার অর্ণব ঘোষ, ইংরেজবাজার পৌরসভার উপপৌর প্রধান দুলাল সরকার,ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই ওয়ার্ডের যে সকল মহরম কমিটি,দূর্গা পূজা কমিটি ও দীপাবলি কমিটি,তাদের অনুষ্ঠান চলাকালীন আইন-শৃঙ্খলা সম্প্রীতি মেনে পরিবেশকে সুস্থ রেখে অনুষ্ঠানগুলো পালন করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।এছাড়া স্থানীয় শান্তি কমিটি,বরিষ্ঠ কমিটি, মহিলা সমিতি সহ বিভিন্ন সংগঠন,অনুষ্ঠানে প্রশাসনকে সহযোগিতা করা ও এলাকাকে শান্তিশৃঙ্খলা বজায় রাখায়, তাদেরকেও পুরস্কৃত করা হয়।
স্থানীয় নাগরিক জানান, এই ধরনের উৎসব নাগরিকদের মধ্যে মেলবন্ধনে উৎসাহ বাড়ায়। ভেদাভেদ দূর করে সম্প্রীতির মেলবন্ধন হয়।এই উৎসবের মাধ্যমে সুষ্ঠু সমাজ গড়ে উঠবে।তাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করায়, উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা।প্রতি বছর যেন এই নাগরিক মিলন উৎসব হয় তার দাবিও জানান অনেকেই।

আরও পড়ুনঃ মাড়োয়ারি যুব মঞ্চের দীপাবলি সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here