ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
করোনা মহামারী ভারতবর্ষে এখন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মাঝামাঝি রয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
ভারতবর্ষে প্রথম পর্যায়ে বিদেশ থেকে ভাইরাস আক্রান্ত হয়ে আসার ঘটনা শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে বিদেশ থেকে আসা কারও সংস্পর্শে কেউ এলে তার সংক্রমণ হয়। আর তৃতীয় পর্যায়ে হয় গোষ্ঠী সংক্রমণ। ভারতবর্ষে কোভিড১৯ এর সংক্রমণ বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মাঝামাঝি রয়েছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
AIIMS Director Dr Randeep Guleria, who is also a member of a Task Force on #COVID19, on Monday reportedly said that "localised community transmission" has been seen in some pockets and that India is between Stage 2 (local transmission) and Stage 3.https://t.co/wRmJgINhhF
— Economic Times (@EconomicTimes) April 6, 2020
এইমসের ডিরেক্টার ডঃ রণদীপ গুলেরিয়া সোমবার জানান যে কিছু কিছু অঞ্চলে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। কিন্তু করোনা মহামারী এখন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মাঝামাঝিই আছে। সম্পূর্ণভাবে তৃতীয় পর্যায়ে যায়নি।
এইমস প্রধানের সূত্র ধরে স্বাস্থ্য সচিব লাভ আগরওয়াল মন্তব্য করেন যে যেখানে বেশি সংখ্যক গোষ্ঠী সংক্রমণ হচ্ছে সেখানে সরকার বেশি বেশি নজর রাখছে। তৃতীয় পর্যায়ে পৌঁছে গেলে সরকারই ঘোষণা করবে বলে তিনি মন্তব্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584