সরকারি আধিকারিকদের বাঁশ দিয়ে পেটানোর নিদান বিজেপি মন্ত্রীর

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিতর্কিত মন্তব্যে সিদ্ধহস্ত কেন্দ্রীয় মৎস্য-প্রাণিসম্পদ এবং দুগ্ধ মন্ত্রী গিরিরাজ সিং। ফের শিরোনামে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে। নিজের নির্বাচনী ক্ষেত্র বেগুসরাইয়ের জনতার উদ্দেশ্যে মন্ত্রী বললেন, “যে আধিকারিকরা কথা শুনবেন না তাঁদের বাঁশ দিয়ে পেটান, মাথা ফাটিয়ে দিন।”

Giriraj Singh | newsfront.co
গিরিরাজ সিং

বিজেপির দোর্দণ্ডপ্রতাপ এই নেতা বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন। শনিবার বেগুসরাইয়ে স্থানীয় একটি অনুষ্ঠানে এসে আবার এক বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন। কেন্দ্রীয় মৎস্য-প্রাণিসম্পদ এবং দুগ্ধ মন্ত্রী আম জনতার দরবার করছিলেন। অনেকের সমস্যা শুনছিলেন। স্থানীয় বাসিন্দারা অনেকেই সরকারি আধিকারিকদের নিয়ে অভিযোগ করেন।

অভিযোগ শুনেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন মন্ত্রী মশাই। তিনি বলেন, “আমার কাছে ছোটখাটো বিষয়ে অভিযোগ জানাতে কেন আসে ওঁরা! সাংসদ-বিধায়ক-গ্রাম প্রধান, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিওরা সমস্যা সমাধান করতে বাধ্য। মানুষকে ন্যূনতম পরিষেবা দিতেই হবে। আর যদি তাঁরা কাজ না করেন, তাহলে তাঁদের বাঁশ দিয়ে পেটাতে হবে। দুই হাত দিয়ে পেটাতে হবে, প্রয়োজনে মাথা ফাটিয়ে দিতে হবে।”

আরও পড়ুনঃ দ্বিচারিতা! উপনির্বাচনে জিতলে সুলভ হবে হালাল গো-মাংস প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর

বর্ষীয়ান মন্ত্রীর এমন এক বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে তাঁর দলও। ড্যামেজ কন্ট্রোলে নেমে বিহার বিজেপির এক নেতা বলেন, “গিরিরাজ সিং একজন জননেতা। মানুষের ক্ষোভ সামলাতে উনি সিদ্ধহস্ত। ওনার মন্তব্যকে বিরূপভাবে দেখলে হবে না, ইতিবাচক হিসাবে দেখতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here