মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

রবিবার ছত্তিশগড়ের এক কোয়ারেন্টাইন কেন্দ্রে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেল কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী রেণুকা সিংহকে। “আমি খুব ভাল করে জানি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বেল্ট খুলে কীভাবে মারতে হয়।” এভাবেই প্রকাশ্যে হুমকি দিলেন মন্ত্রী।
তাঁর এই কথাটি ক্যামেরাবন্দি হয়ে গেছে। ছত্তিশগড়ের বলরামপুরের ওই কোয়ারেন্টাইন কেন্দ্রে তাঁকে বলতে শোনা যায়, ‘‘দাদাগিরি চলবে না।”

ভিডিও ক্লিপে রেণুকাকে বলতে শোনা যায়, ‘‘কেউ যেন না ভাবেন আমাদের সরকারের ক্ষমতা নেই। আমরা ১৫ বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছি। করোনাভাইরাস মোকাবিলার জন্য সরকারের কাছে যথেষ্ট অর্থ রয়েছে। আমি নিশ্চিত করব যাঁদের প্রয়োজন তাঁরা যেন সেই টাকা পান। বিজেপি কর্মীদের দুর্বল ভাববেন না।”
আরও পড়ুনঃ অন্ধকূপের চেয়েও খারাপ অবস্থা! করোনা রোগী মৃত্যু ঘিরে গুজরাট হাইকোর্টের মন্তব্য
कोरोना महासंकट में बलरामपुर जिला मुख्यालय निवासी दिलीप गुप्ता को दिल्ली से आने पर बलरामपुर quarantine center में रखे जाने के बाद अव्यवस्थाओं का विडियो वायरल करने पर जनपद पंचायत बलरामपुर (1) @BJP4India @BJP4CGState pic.twitter.com/llyBrZ1Qkc
— Renuka singh (@renukasinghbjp) May 23, 2020
বলরামপুর জেলার এক বাসিন্দা দিলীপ গুপ্তা কোয়ারেন্টাইন কেন্দ্রের জীর্ণ অবস্থার ভিডিও করেছিলেন। পরে তিনি সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তাঁর তোলা ভিডিওতে তিনি অভিযোগ জানান, কোয়ারেন্টাইন কেন্দ্রের খাবার ও অন্যান্য পরিষেবার মান উন্নত নয়।
দিলীপ গুপ্তার সঙ্গে এ বিষয়ে কথা বলেন রেণুকা সিংহ। আর তারপরই প্রকাশ্যে এই ধরণের আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যায় কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584