তামিলনাডুতে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর ভোটেই ‘ছাপ্পা’! কমিশনের হস্তক্ষেপে পরে ভোট দেন মন্ত্রী

0
76

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শেষে নাকি কেন্দ্রীয় মন্ত্রীর ভোট দিয়ে গেল অন্য লোকে! হ্যাঁ এমনটাই হয়েছে তামিলনাডুর পঞ্চায়েত নির্বাচনে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। তামিলনাডুর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানতে পারেন যে আগেই পড়ে গিয়েছে তাঁর ভোট।

Tamilnadu minister
ভোট দেওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগন। ছবিঃ টুইটার

শনিবার বেলার দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগন। বুথে গিয়ে নিজের পরিচয় পত্র দেখান মন্ত্রী। বুথে থাকা পোলিং এজেন্ট তালিকা মিলিয়ে জানান মন্ত্রীর ভোট পড়ে গিয়েছে আগেই। তা শুনে স্তম্ভিত মন্ত্রী কিছুক্ষণ নির্বাচন কমিশনের প্রতিনিধি থেকে পোলিং এজেন্ট সকলের সঙ্গে কথা বলেন। এরপর বাইরে এসে সমর্থকদের জানান ঘটনাটি। বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, তাঁদের দাবি কারচুপি হয়েছে ভোটে তাই ফের মন্ত্রীকে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ দিতে হবে।

অবশেষে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হস্তক্ষেপের পরে ভোট দিতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান। গোটা ঘটনাটি টুইট করে জানিয়েছেন তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি, কে আন্নামালাই। টুইটে তিনি লিখেছেন, “কেন্দ্রীয় মন্ত্রীর সিরিয়াল নম্বর ছিলঃ ১১৭৪ কেউ তাঁর ভোটটি দিয়ে দেয়। আমাদের বিক্ষোভের পরে নির্বাচন কমিশন তাদের ভুল মেনে নিয়েছে, তাঁরা একে একটি ক্লারিকাল এরর বলে জানিয়েছেন।“ একই সঙ্গে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্র হত্যা, উত্তাল আমতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here