নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শেষে নাকি কেন্দ্রীয় মন্ত্রীর ভোট দিয়ে গেল অন্য লোকে! হ্যাঁ এমনটাই হয়েছে তামিলনাডুর পঞ্চায়েত নির্বাচনে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। তামিলনাডুর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানতে পারেন যে আগেই পড়ে গিয়েছে তাঁর ভোট।
শনিবার বেলার দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগন। বুথে গিয়ে নিজের পরিচয় পত্র দেখান মন্ত্রী। বুথে থাকা পোলিং এজেন্ট তালিকা মিলিয়ে জানান মন্ত্রীর ভোট পড়ে গিয়েছে আগেই। তা শুনে স্তম্ভিত মন্ত্রী কিছুক্ষণ নির্বাচন কমিশনের প্রতিনিধি থেকে পোলিং এজেন্ট সকলের সঙ্গে কথা বলেন। এরপর বাইরে এসে সমর্থকদের জানান ঘটনাটি। বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, তাঁদের দাবি কারচুপি হয়েছে ভোটে তাই ফের মন্ত্রীকে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ দিতে হবে।
Polling officials have allowed Hon Min Shri @Murugan_MoS avl to vote now
This is after arguments & protest from @BJP4TamilNaduHis serial no:1174 was voted by somebody & after our protest, Election Commision has called their mistake as a ‘Clerical Error’!
Totally unacceptable!
— K.Annamalai (@annamalai_k) February 19, 2022
অবশেষে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হস্তক্ষেপের পরে ভোট দিতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান। গোটা ঘটনাটি টুইট করে জানিয়েছেন তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি, কে আন্নামালাই। টুইটে তিনি লিখেছেন, “কেন্দ্রীয় মন্ত্রীর সিরিয়াল নম্বর ছিলঃ ১১৭৪ কেউ তাঁর ভোটটি দিয়ে দেয়। আমাদের বিক্ষোভের পরে নির্বাচন কমিশন তাদের ভুল মেনে নিয়েছে, তাঁরা একে একটি ক্লারিকাল এরর বলে জানিয়েছেন।“ একই সঙ্গে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুনঃ পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্র হত্যা, উত্তাল আমতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584