পুরানো সখ্যতার মিলন সোস্যাল মিডিয়ার দৌলতে

0
99

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

সোস্যাল মিডিয়া এখন সকলের জীবনে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয়ে পড়েছে।সেই সোস্যাল মিডিয়ার সাহায্যেই কিছু দুষ্ট চক্র সমাজকে কালিমালিপ্ত করতেও সচেষ্ট। কিন্তু সোস্যাল মিডিয়া যে শুধু খারাপ উদ্দেশ্যেই নয় ভালো উদ্দেশ্যেও ব্যবহার করা যায় তাই করে দেখালো বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৯৩ সালের মাধ্যমিক ব্যাচ।

Union of old friends by the help of social media
সখী মিলন।নিজস্ব চিত্র

আজ থেকে পঁচিশ বছর পর আবারও তাদের বান্ধবীদের সাথে মিলিত হতে পারলো এই সোশ্যাল মিডিয়া কে কাজে লাগিয়েই। আজ বালুরঘাট গুলমোহর অনুষ্ঠান বাড়িতে এই মহিলারা তাদের পুরোনো বান্ধবীদের সঙ্গে মিলিত হয়ে নিজেদের পুরোনো স্মৃতি চারণে মেতে উঠলো।সেই কারনেই সুদূর পুরুলিয়া থেকে সঙ্গীতা মাহাত, মাথাভাঙ্গা থেকে সুকল্পা মজুমদার, রায়গঞ্জ থেকে সোমা দত্ত,
সাগরিকা মন্ডল, শুক্লা সাহা, সৌমিতা দাস কোননগর থেকে জয়া ভৌমিক,কলকাতা অর্পিতা কবিরাজরা বালুরঘাটে এসেছেন।আর সবটাই সম্ভব হয়েছে সোস্যাল মিডিয়ার দৌলতে।শুধু তাই নয় এই সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই মুম্বাই থেকে তানিয়া মহন্ত ও নৈহাটি থেকে ভাস্বতী ব্যানার্জী ভিডিও কলিং এর মাধ্যমে এই মিলন উৎসবে যোগ দান করেছেন।

বিশেষত মহিলার যখন সংসারের শেকলে আবদ্ধ হয়ে পড়ার পর তাদের পুরোনো বন্ধুদের সাথে সম্পর্ক থাকে না বললেই চলে।সেই জায়গায় দাঁড়িয়ে সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই মহিলারা যে ভাবে তাদের বন্ধুদের সাথে মিলিত হয়েছেন তা অনেক মহিলাকেই তাদের ব্যস্ত জীবনের মাঝে কিছুটা সময় বের করে আবারও কিছুক্ষনের জন্য পুরনো জীবনে ফিরে যেতে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুনঃ সম্প্রদায়গত দাবিতে সেমিনার,সাংবাদিক সম্মেলন ন্যাশনাল খ্রিস্টান কাউন্সিলের

এই বিষয়ে মেডিক্যাল টেকনোলজিস মৈত্রেয়ী গুহ, জানান ব্যস্ত জীবনের মাঝেও পুরোনো বন্ধুদের আমরা কেউই ভুলিনি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আমাদের সকলের মধ্যেই একটি খারাপ লাগা কাজ করত আজ সকলের সাথে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here