নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সিপিএমের সংখ্যালঘু মঞ্চ আওয়াজ সংগঠনের সম্পাদক সেখ সাইদুল হক, বদরুদ্দোজা খান, সবুর আলি জলঙ্গীর সাহেবনগরে যান আজ। ‘আওয়াজ’ এর পক্ষ থেকে গ্রামবাসীদের আন্দোলনকে সংহতি জানানো হয়। এই গ্রামে গত ২৯ তারিখে এনআরসি, সিএএ বিরোধী আন্দোলনকারীদের উপর তৃণমূলের দুষ্কৃতিরা নির্বিচারে গুলি চালিয়ে সেখ সালাউদ্দিন এবং মসজিদের মোয়াজ্জেম আনারুল বিশ্বাসকে খুন করে এবং মিজানুল ও আলাউদ্দিন সহ কয়েকজনকে আহত করে। প্রতিনিধিরা নিহত ও আহতদের বাড়ীতে যান।
পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। গ্রামবাসীদের সাথে কথা বলেন। সঙ্গে ছিলেন ‘আওয়াজ’ জলঙ্গী সম্পাদক ইব্রাহিম, প্রাক্তন
বিধায়ক ইউনুস সরকার ও নাগরিক মঞ্চের রফিকুল সেখ সহ বহু মানুষ। আওয়াজ নেতারা বলেন, স্থানীয় তৃনমুল ব্লক সভাপতি, প্রধানের স্বামী ও এমএলএ সহ তৃণমূল দলের বিরুদ্ধে গোটা গ্রাম ঘৃণা ও রাগে ফুঁসছে।
তাদের অভিযোগ থানার ওসির মদতে তারা এ কাজ করেছে।দুষ্কৃতীদের গ্রেফতার, নিহত আহতদের ক্ষতিপূরন, দোষী পুলিশ অফিসারের বদলী ও নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানিয়ে থানায় ডেপুটেশন দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584