শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
দুই বাংলা মিলে গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিবরামপুর এলাকার রক্ষাকালী মাতার পূজাকে কেন্দ্র করে।প্রায় একশো বছর ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শিবরামপুর এলাকার কাঁটাতারের ওপারে হয়ে আসছে রক্ষাকালী মাতার পূজা।পূজাকে ঘিরে দুই বাংলার মানুষ ভীড় করেছিলেন পূজার মাঠে।
মঙ্গলবার সকালবেলা বিএসএফ জওয়ানরা সীমান্তের গেট খুলে দিলে ভারতের শিবরামপুর,চকরাম, ডাঙ্গি এলাকার প্রচুর মানুষ কাঁটাতার পেরিয়ে এই রক্ষাকালী মাতার পূজা দেখতে ভীড় জমান।শুধু ভারতের নয় বাংলাদেশের বস্তাবর,শাখাহাটি এলাকার মানুষরাও ভীড় জমান পূজাস্থলে।
সীমান্ত এলাকা হওয়ার কারনে এদিন পূজাস্থলে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি জওয়ানদের দিনভর কড়া নজরদারি ছিল।শুধু হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরা নয়, মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরাও এদিন পূজাস্থলে ভীড় জমান কাঁটাতারের এপারের ওপারে থাকা তাদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে।
পূজা প্রান্তরে উপস্থিত চকরাম এলাকার বাসিন্দা বিরেন দানি জানান বিএসএফ এবং বিজিবি-র জওয়ানদের যৌথ নজরদারিতে পূজা প্রান্তর যেন নিরাপত্তা বেষ্টনীতে মোড়া।
আরও পড়ুনঃ রামকেলি মেলার আয়োজনে জেলা প্রশাসনের সর্বদলীয় বৈঠক
অপরদিকে বালুরঘাট শহরের বাসিন্দা পুনম রায় বলেন, বাংলাদেশে তার আত্মীয়রা থাকে এবং তিনি ঠাকুর দর্শনের পাশাপাশি বাংলাদেশের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এসেছেন।তার বিচারে এটি শুধু পূজা নয়, মিলন মেলা-ও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584