ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার জন্য রাজ্য সরকারের অভিনব উদ্যোগ

0
72

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বর্তমানে সরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী বেরিয়ে বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার ফলে ভাটা পড়ছে সরকারি প্রাথমিক শিক্ষাঙ্গনগুলিতে। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে এলাকার খুদে ছাত্রছাত্রীদের স্কুলমুখী হওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার।

সেই লক্ষ্যে রাজ্য সরকারের হস্তক্ষেপে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিশু নিকেতনগুলি ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা হচ্ছে, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চার মধ্য দিয়ে এলাকার খুদে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয়ে ওঠে। তেমনই এক ছবি লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এলাকার পাদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ে।

state government using new strategy for student | newsfront.co
রেলস্টেশনের আদলে শ্রেণিকক্ষ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সোস্যাল মিডিয়ায় ভাইরাল তরুন রতন লুক

এক অভিনব কায়দায় সাজিয়ে তোলা হয়েছে স্কুল চত্বর।আমরা রেলস্টেশনে গিয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনও ট্রেনের যে চিত্র দেখতে পাই, ঠিক অভিনব কায়দায় তেমনই এক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই বিদ্যালয় চত্বরে। নাম দেওয়া হয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। বানানো হয়েছে তমলুক রেলস্টেশনও। ট্রেনের প্রত্যেকটি বগির কায়দায় বানানো হয়েছ শ্রেণিকক্ষগুলি।

state government using new strategy for student | newsfront.co
খেলার পার্ক। নিজস্ব চিত্র

এছাড়া একইভাবে সাজিয়ে রাখা হয়েছে ক্লাসরুমের বাইরের দিক। ট্রেনের যেমন এমার্জেন্সি ডোর, কোচ নম্বর থাকে; সেরকমই বিদ্যালয়তেই সেই ছাপ দেওয়া হয়েছে। দেখে মনে হবে দু’নম্বর প্লাটফর্মে কোনও ট্রেন দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নেতাজির জন্মদিনে দুঃস্থ বাচ্চাদের স্কুলব্যাগ-খাবার সামগ্রী বিতরণ

বর্তমানে স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা ১৬৯ জন, শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন ৭ জন। শুধু তাই নয়, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার জন্য তৈরি করা হয়েছে পার্ক, লাগানো হয়েছে রংবেরঙের পাতাবাহার গাছ। দৃশ্য দেখলে মনে হবে, এটা প্রাথমিক বিদ্যালয় নয়, কোনও পর্যটনকেন্দ্র।

state government using new strategy for student | newsfront.co
অনুসন্ধিৎসু শিক্ষার্থীরা। নিজস্ব চিত্র

শুধু তাই নয়, বিদ্যালয়ে রয়েছে পাঁচটি মিউজিয়াম,যেখানে ১০০ বছরের পুরনো মুদ্রা রয়েছে। রয়েছে পুতি-সহ লোকশিল্পের নানান সামগ্রী, এছাড়াও দেয়ালে আঁকা রয়েছে নানান মনীষীদের ছবি। সব মিলিয়ে এক অত্যাধুনিক পদ্ধতিতে বিদ্যালয় সাজানো হয়েছে যাতে এলাকার খুদে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয়। সেই লক্ষ্যেই এমনই উদ্যোগ বলে জানা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

তবে বর্তমানে স্কুলের এক শিক্ষিকা শিবানী মালাকার মন্ডল জানান, আমাদের বিদ্যালয় অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে যাতে এলাকার শিশুরা স্কুলমুখী হয়। এছাড়াও স্কুলে আসার পর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এবং অবসর সময়ে মিউজিয়ামে ঘোরানো ইত্যাদি হয়ে থাকে। বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অভিভাবকরাও খুব খুশি এই পদক্ষেপে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here