নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
বিভ্রান্তি থাকলেও অবশেষে ঐকের বার্তা দিল দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস ।এদিন বালুরঘাটে শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত বৈঠক। বালুরঘাটের গুলমোহর নামে একটি বে-সরকারী ভবনে জেলা অবজারভার মন্ত্রী গৌতম দেবের উপস্থিততে বৈঠক শুরু হয়।
বালুরঘাট লোকসভা আসনে প্রার্থী নির্বাচন নিয়ে প্রার্থী অর্পিতা ঘোষ এবং জেলা সভাপতি বিপ্লব মিত্রের যে দ্বন্দ্ব দেখা গিয়েছিল,তা মিটিয়ে নিতেই এদিন জেলায় আসেন গৌতম দেব।গৌতম দেব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র, প্রার্থী অর্পিতা ঘোষ,রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা,প্রাক্তন সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ কোর কমিটির ২২ জন সহ মোট ৭০ জন সদস্য।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে প্রার্থী হিসাবে পিতা-পুত্র জুটিতে উদ্দীপিত কর্মীরা
জানা গিয়েছে, প্রায় ২ ঘন্টার বৈঠকের মাঝ পথে একে অপরের দোষ ত্রুটি ধরা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। যদিও গৌতম দেব ও বিপ্লব মিত্রের হস্তক্ষেপে তা বেশিদুর গড়ায়নি। বৈঠক শেষে অবশ্য সিদ্ধান্ত হয় ঐক্যবদ্ধ হয়ে চলার। বৈঠক শেষে বিপ্লব মিত্র এবং গৌতম দেব দুজনেই জানান, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে জেতাতে দল ঐক্যবদ্ধ ভাবে প্রচার শুরু করবে।তৃণমূল প্রার্থী জেতার বিষয়ে দুজনেই আশাবাদী বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584