সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হিসেবে অ্যাসোসিয়েট প্রফেসর সঙ্গীতা সান্যালকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় মলয় রক্ষিতকে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান করলেন কর্তৃপক্ষ।গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমএ ফার্স্ট সেমেস্টারের ১০১ কোর্সের পরীক্ষা ছিল এই পত্রের বিষয় ছিল সাহিত্যের ইতিহাস ও ভাষা।১০১ কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র দেখে পরীক্ষার্থীরা সেন্টারের মধ্যে দেখেন প্রশ্নপত্রের অর্ধেক জায়গাজুড়ে ১০২ কোর্সের প্রশ্নপত্র।এই পত্রের বিষয়বস্তু রবীন্দ্রনাথের কাব্য।১৪ মার্চ ১০২ কোর্সের পরীক্ষা ছিল। প্রশ্নপত্র খোলার পরে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ও রাজ কলেজের শিক্ষকদের চোখে ধরা পড়ে ভুলটি।সাথে সাথেই জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তরকে।বিভ্রাটের জেরে তৎকালীন বিভাগীয় প্রধান সঙ্গীতাদেবী ছাত্রছাত্রীদের কাছ থেকে এক ঘণ্টা সময় চেয়ে নেন।এরপর জরুরি ভিত্তিতে নতুন প্রশ্নপত্র তৈরি করে জেরক্স করার পর পরীক্ষাহলে বিলি করা হয়। সেই জেরক্স করা প্রশ্নপত্রে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। এরপর পরীক্ষা নিয়ামক দপ্তর সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে দায়ী করে উপাচার্যকে রিপোর্ট দেয়।শেষমেশ এই ঘটনার জন্য বিভাগীয় প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
আরও পড়ুনঃ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার এক
বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা বিভাগের প্রধানকে সরানোর বিষয়ে এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন উপাচার্য নিমাইচন্দ্র সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584