স্টাফ রিপোর্টার, নিউজফ্রন্ট
নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ণের জন্য রাজ্য সরকারের দেওয়া ২ কোটি ৭৬ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খরচ করতে না পারায় ফেরৎ চলে গেছে।
এই নিয়ে বিশ্ববিদ্যালয় স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উপাচার্য অধ্যাপক শংকরকুমার ঘোষ জানিয়েছেন, কেন এমন হল তা তিনি অনুসন্ধান করে দেখবেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট নির্মান খাতে ২০১৪- ১৫ আর্থিক বছরের জন্য রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে দেড় কোটি টাকা দেওয়া হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিস বিভাগের জন্য মঞ্জুর করা হয় ১ কোটি ২৬ লক্ষ টাকা। এই অর্থে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির অধীন ওই বিভাগের যন্ত্রপাতি, ভারচুয়াল ক্লাসরুম তৈরির কথা ছিল। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সেই কাজ হয় নি। মঞ্জুরীকৃত অর্থ এতদিনেও খরচ করতে না পারায় উচ্চশিক্ষা দপ্তর থেকে গতকাল চিঠি দিয়ে অবিলম্বে টাকা ফেরৎ দিতে বলা হয়। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজ ওই টাকা ফেরৎ দেওয়া হয়।
এই বিষয়ে নিউজফ্রন্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার মৃদুল কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, সরকারী আদেশ পালন করা হয়েছে মাত্র বাকি বিষয়ে কতৃপক্ষ মতামত দেবেন। রেজিষ্ট্রার ড. দেবাংশু রায় জরুরী মিটিং -এ ব্যস্ত থাকায় কোনো মতামত দিতে পারেনি।
পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584