নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সাত সকালে জ্বলন্ত দুটি দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গাচক থানার হলদিয়া পুরসভার ৭নং ওয়ার্ডের ঝিকুরখালিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল হলদিয়ার হুগলি নদীর তীরে হলদিয়া পুরসভার অন্তর্গত ৭নং ওয়ার্ডের ঝিকুরখালিতে নদীর ধারে নির্জন জায়গায় দুটি দেহ জ্বলতে দেখে স্থানীয় এলাকাবাসী।
আরও পড়ুনঃ প্রেমিকের বাড়িতে প্রেমিকাকে পুড়িয়ে হত্যার চেষ্টা
ঝিকুরখালি এলাকাবাসীরা হলদিয়ার দুর্গাচক থানার প্রশাসনকে খবর দিলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুটি দেহ জ্বলন্ত অবস্থায় পড়ে রয়েছে।
জল দিয়ে তাদের নেভানো হয়। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এমন নৃশংস জ্বালিয়ে দেওয়া হয়েছে যে দেহটি পুরুষ না মহিলার চিহ্নিত করায় যাচ্ছে না।যেখানে দেহ দুটি উদ্ধার করা হয় তার পাশেই মাটি খোঁড়া হয়েছে ছিল জলও।
অনুমান করা হচ্ছে, মাটি খুঁড়ে তাদের কবর দেওয়ার পরিকল্পনা ছিল।
প্রাথমিক তদন্তে জানা যায় যে দেহ দুটো বাইরে খুন করে এখানে গাড়িতে করে নিয়ে এসে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় রীতিমত স্তম্ভিত এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584