নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
অজ্ঞাত পরিচিত ব্যাক্তির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর পঞ্চায়েতের রায়পুর ফেরিঘাটে মহানন্দা নদী থেকে উদ্ধার হয় দেহটি। ইংরেজবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নামে।
আরও পড়ুনঃ সেবকে তলিয়ে যাওয়া আরও এক পর্যটকের দেহ উদ্ধার
শুক্রবার সকালে ইংরেজবাজার থানার যদুপূর -২ নম্বর পঞ্চায়েতেয় রায়পুর ফেরিঘাট এলাকায় মহানন্দা নদীর ঘাটে একটি দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের আনুমানিক বয়স প্রায় ৫০। তবে নাম পরিচয় জানা যায়নি। দেহটি থেকে দূর্গন্ধ ছড়িয়েছে। দেহটি ভেসে এসেছে বলে অনুমান স্থানীয়দের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584