নদীয়ায় নিষেধাজ্ঞা জরিমানাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জাতীয় সড়কের চলছে টোটো

0
77

শ্যামল রায়,নদীয়াঃ

নদিয়া জেলা প্রশাসন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচল নিষিদ্ধ করলেও বহালতবিয়তে প্রতিদিন কিছু না কিছু টোটো গাড়ি চলছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবারও কৃষ্ণনগর স্টেশন রোড দিয়ে দেখা গেল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে টোটো গাড়ি চলছে।
অথচ নদীয়া জেলা শাসক সুমিত গুপ্ত জানিয়ে দিয়েছেন যে কোনভাবেই যেন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে টোটো গাড়ি না চলে।
চললে এই গাড়ি বাজেয়াপ্ত করা হবে বলে জেলাশাসকের সূত্রে জানা গিয়েছে।
তবে এই টোটো চলাচল নিয়ে বহুদিন আগে থেকেই রাজনৈতিক নেতাদের সাথে জেলা প্রশাসনের একটা ঠান্ডা লড়াই হয়ে আসছে।
কারণ কৃষ্ণনগর শহরে প্রচুর লাইসেন্সবিহীন টোটো গাড়ি চলাচল করে।
কৃষ্ণনগর পৌরসভা সূত্রে জানা গিয়েছে যে অনুমোদিত গাড়ির সংখ্যা সাড়ে তিনশো
অথচ কৃষ্ণনগর শহরে টোটো চলে প্রায় কয়েক হাজার।
টোটো গাড়ির চলাচল করার ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ।কিন্তু টোটো চালকদের ইউনিয়ন শাসক দলের অধীন থাকার ফলে প্রশাসন কর্তারাও নানা সময়ে পদক্ষেপ গ্রহণ করতে পারেছেন না, এমনকি রাজনৈতিক নেতারাও ভোটের দায়ে থেকে যাচ্ছে নিরবেই।
অথচ মানুষের পরিষেবা বলতে যা বোঝে যানজটমুক্ত শহর সেটি থেকে যাচ্ছে অধরা,ফলে পৌরবাসী ক্ষোভেও চাপা থাকছে না।

ফিচার ছবি প্রতীকী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here