হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ড নিয়ে বিতর্কের মাঝেই উন্নাওয়ের ধর্ষিতা তরুণীর মৃত্যু

0
159

ওয়েবডেস্কঃ

হায়দ্রাবাদ ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনের পুলিশ এনকাউন্টারে মৃত্যু নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন তখন দেশের আরেক প্রান্তের উন্নাওয়ের ধর্ষিত তরুণীর মর্মান্তিক মৃত্যু মৃত্যু হলো। শুক্রবার রাত্রে পৌনে  বারোটা নাগাদ দিল্লি এক হাসপাতলে মৃত্যু হয় তাঁর।

ছবি সৌজন্যে-এএনআই

উল্লেখ্য, বৃহস্পতিবার রায়বেরেলি আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় তাঁর গণধর্ষণে অভিযুক্ত দুজন সহ মোট পাঁচজন তাকে ঘিরে ধরে। প্রথমে তাকে লাঠিপেটা করা হয়। পরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে লক্ষ্ণৌয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে, বিমানে করে তাকে দিল্লীর এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই রাত বারোটা নাগাদ বহু প্রশ্ন ছুড়ে দিয়ে সে জীবনের লড়াইয়ে হেরে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জনের মধ্যে শিবম ও শুভম ত্রিবেদীর বিরুদ্ধে ২০১৮ সালের ডিসেম্বর মাসে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ রয়েছে। সেই কান্ডে শিবম গ্রেপ্তার হলেও গত ৩০ নভেম্বর জামিনে ছাড়া পায়। অপরদিকে শুভম পলাতক ছিল।

গতকাল তরুণী মৃত্যুশয্যায় হাসপাতালের বিছানায় শুয়ে কাতরভাবে অনুনয়-বিনয় করতে থাকেন যে- তিনি বাঁচতে চান , দোষীদের মৃত্যুদন্ড দেখে যেতে চান। সঙ্গে এও জানান তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া ৫ জনের মধ্যে তাঁর ধর্ষণে অভিযুক্ত শিবম ও শুভম ত্রিবেদীও ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here